কাজিরবাজার ডেস্ক :
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন এবং যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন।
তার বয়স হয়েছিল ৬৭ বছর। সোমবার দুপুরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন খোকার শ্যালক শফিউল আজম খান।
তিনি জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সাদেক হোসেন খোকার ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। এদিকে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও খোকার লাশ দেশে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।
শফিউল আজম জানান, দুই বছর আগে সাদেক হোসেন খোকার বাংলাদেশ পাসপোর্টের মেয়াদ শেষ হয়। এরপর তিনি নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসে মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। এখন তার মৃতদেহ ঢাকায় আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ট্রাভেল ডকুমেন্ট প্রয়োজন হবে। পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল ডকুমেন্টের জন্য ইতোমধ্যে আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। সেই কাগজ হাতে পাবার পরই তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার সময়ক্ষণ ঠিক করা হবে।
ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে খোকা নিউইয়র্কের মেনহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার রাতে তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। নিউইয়র্কে অবস্থানরত তার ঘনিষ্ঠ সহযোগী এবং বিএনপির ঢাকা মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম গত সোমবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে জানান।
এক নজরে খোকা : ১৯৫২ সালের ১২ মে সাদেক হোসেন খোকা ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯১ সালে তিনি সূত্রাপুর-কোতোয়ালি আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম সাংসদ নির্বাচিত হওয়ার পরে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে ২৫ এপ্রিল তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ২৯ নভেম্বর পর্যন্ত টানা নয় বছরের বেশি সময় মেয়রের দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন অবিভক্ত ঢাকার শেষ নির্বাচিত মেয়র। ২০০৮ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক। এরপর চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়েন সাদেক হোসেন খোকা। পরের বছর ২০১৫ সালে দুর্নীতির মামলায় তাকে ১৩ বছরের কারাদ- দেয় ঢাকার একটি আদালত।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন খোকা। বিদেশে থাকা অবস্থায় ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আর পাসপোর্ট পাননি। গুরুতর অসুস্থ অবস্থায় খোকা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন বলে বিএনপি নেতারা জানান।
সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন জানান, ২০১৪ সালের ১৪ মে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান তার বাবা। সম্প্রতি তার শারীরিক অবস্থার অনেক অবনতি ঘটে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা খোকা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন ন্যাপ থেকে বিএনপিতে এসেছিলেন শুরুতেই। ব্রাদার্স ইউনিয়নের সূত্রে বিএনপির ঢাকা মহানগরের সাবেক সভাপতি খোকার ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সের একটি বাসায় থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সপ্তাহ তিনেক আগে মুখে ঘা দেখা দিলে এই হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
খোকার লাশ আনতে সর্বাত্মক সহযোগিতা- তথ্যমন্ত্রী : সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার বিএনপির এই ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে শোক প্রকাশ করে একথা জানিয়েছেন তিনি। মন্ত্রী সভা বৈঠক শেষে তথ্যমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ঢাকার সাবেক মেয়র ও সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন, আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি তার বিদেহি আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
খোকার লাশ দেশে আনা নিয়ে কোন সমস্যা রয়েছে কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, তিনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন, এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকালই বলা হয়েছিল। তাকে আনার জন্য সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে ও হবে, সে ঘোষণা তো আগেই দেয়া হয়েছিল। খোকা অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিকেলে জানান, এখনই নিউইয়র্ক থেকে আমি টেলিফোনে জেনেছি, আমাদের দলের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আর নেই। তিনি মারা গেছেন।
খোকার ছেলেন ইশরাক হোসেন ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, নিউইয়র্কের স্থানীয় সময় রবিবার রাত ২টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০) তার বাবার মৃত্যু হয়।