‘অপরূপ বাংলাদেশ’ শিরোনামে দু’দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ প্রদর্শনী সম্পন্ন হয়। পুরস্কার বিতরণ করেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, একাত্তর টেলিভিশনের ডিরেক্টর অফ ফটোগ্রাফি নাজির হোসেন, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল। সহযোগিতায় ইউএস বাংলা এযারলাইন্স, যাত্রিক ট্রাভেলস, মডেল লাইব্রেরি সিলেট ও লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি’র সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনীতে ছিল দেশের আন্ডারওয়াটার আলোকচিত্রী শরীফ সারোয়ারের সমুদ্রতল দেশের তোলা কিছু বিশেষ ছবি, বাংলাদেশ প্রতিদিনের আলোকচিত্রী রহিত আল রাজিব, ডেইলি সানের রিয়াজ আহমেদ সুমন, প্রথম আলোর আনিস মাহমুদ ও মামুন হোসেন ও অসমিত অভির তোলা কিছু ছবি।
সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা আলোকচিত্রীদের মধ্যে প্রথম হয়েছে হোসেন আলী, দ্বিতীয় হয়েছেন কিংকসুক পার্থ এবং তৃতীয় হয়েছেন নাহিদ আজিজ। এছাড়াও অংশগ্রহণকারী সকল আলোকচিত্রীদের সনদ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন একাত্তর টেলিভিশনের ডিরেক্টর অফ ফটোগ্রাফি নাজির হোসেন ও প্রথম আলোর শুভ্র কান্তি দাস। বিজ্ঞপ্তি