উৎসুক বাঙালি

23

বাসু দেব নাথ

বাঙালির কত প্রতিক্ষা
পালিত হয় প্রতিটি দিবস
একটির পর আরেকটি
ঈদ গেলে আসে কোরবান
গরীবের ভীষণ কষ্ট,
পূজা-পার্বণে শ্রেষ্ঠ।

মাসে মাসে উদযাপন
রকমারি আয়োজন
রং-ঢং এর সাজে
কত বাজনা বাজে
তবু শেষ না হয় মন,
বাঙালির আয়োজন।

তব মোরা বাঙালি
আমরা বটে পারি
খেলতে সকল খেলা
মিলাতে কতক মেলা
দিন নেই রাত নেই,
বেলাই অ-বেলা।