কাজিরবাজার ডেস্ক :
শিল্পপতি আজিজ মোহাম্মদ ভাইয়ের ভাতিজা ওমর মোহাম্মদ ভাইকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এই মামলা (নম্বর ৩৪ ও ৩৫) দুটি করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মোঃ খোরশিদ আলম জানান, রবিবার আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান পরিচালনা করে একটি মিনি বার, একটি বিদেশী মদের গোডাউন, বিপুল পরিমাণে মদ, সিসা, গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই বাসার দুজন কেয়ারটেকারকে আটক করা হয়। এ জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গুলশান জোনের পরিদর্শক এস এম শামসুল করিব বাদী হয়ে একটি মামলা এবং উপ-পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন। দুই মামলাতে আজিজের ভাতিজা ওমর মোহাম্মদ ভাই এবং ওই বাড়ির দুই কেয়ারকেটার নবীন ও পারভেজকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে এই মামলায় আসামি করা হয়।
এদিকে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের রাজধানীর গুলশানের দুই বাড়ির কেয়ারকেটার নবীন ও পারভেজকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মহানগর আদালতের প্রসিকিউটর নাজমুল হক এ তথ্য জানান।