কীন ব্রীজ খুলে দেয়ায় সিটি মেয়রকে অভিনন্দন ॥ আন্দোলন সংগ্রামে দল মতের ঊর্ধ্বে দক্ষিণ সুরমাবাসী সব সময় ঐক্যবদ্ধ

20
কীন ব্রীজ খুলে দেয়ায় দক্ষিণ সুরমার সর্বস্তরের জনসাধারণের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব এডভোকেট রফিকুল হক।

সিলেট নগরীর প্রবেশ দ্বার হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী কীন ব্রীজ খুলে দেয়ায় দক্ষিণ সুরমা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা মহিলা কাউন্সিল সহ দক্ষিণ সুরমার সর্বস্তরের জনগণকে নিয়ে এক শুভেচ্ছা বিনিময় সভা গত ২৩ অক্টোবর বুধবার রাত দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমার মুরুব্বিয়ানদের সম্মান দেখিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ব্রীজ খুলে দেয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব এডভোকেট রফিকুল হক এর সভাপতিত্বে ও সিলেট উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আলী আহমদের পরিচালনায় সভায় বক্তারা বলেন, সঠিক আন্দোলন সংগ্রামে দল মতের ঊর্ধ্বে দক্ষিণ সুরমাবাসী সব সময় ঐক্যবদ্ধ। অতীতে কখনো ন্যায় ও যৌক্তিক আন্দোলনে দক্ষিণ সুরমাবাসীর শ্রম বৃথা যায়নি। কীন ব্রীজ খুলে দেয়ার আন্দোলনেও দক্ষিণ সুরমাবাসী বিজয়ী হয়েছেন। বক্তারা কীন ব্রীজের উভয় মুখ পুরোপুরি উন্মুক্ত করে দেয়ার দাবী জানিয়ে বলেন, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা করে দেখতে হবে কীন ব্রীজ ঝুঁকিপূর্ণ কি-না। যদি ব্রীজ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে তাহলে দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপিকে অভিনন্দন জানিয়ে ব্রীজ সংক্রান্ত বিষয়ে তার সাথে মতবিনিময় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও প্রশাসনকে অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ মোঃ মকন মিয়া, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তৌফিক বকস লিপন, সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র-২ এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, ভার্থখলা পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মিছবাহ উদ্দীন আহমদ, দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সহ সভাপতি হাজী আব্দুস ছত্তার, রাজনীতিবিদ এডভোকেট এটিএম ফয়েজ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, ভার্থখলা পঞ্চায়েত কমিটির সহ সভাপতি মখলিছুর রহমান, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল আলী সাধু, সাংগঠনিক সম্পাদক ও ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিরুল, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুকির হোসেন চৌধুরী, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান, ভার্থখলা স্বর্ণালী সংঘের সহ সভাপতি আব্দুল হাই শ্যামল, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, এস.এম শাহজাহান, দুলাল আহমদ, শামীম আহমদ, পারভেজ আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্বাস উদ্দীন জালালী। এছাড়াও দক্ষিণ সুরমার বিশিষ্টজনরা সহ জনসাধারণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি