সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ তাহমিদুল ইসলাম বলেছেন, আমাদের পর্যটন সম্পর্কে মানুষকে ভালো একটি ধারণা দিতে হবে। যাতে মানুষ সহজে সিলেট ভ্রমণ করতে আসে। আর এ ক্ষেতে নিরাপত্তা প্রদান, রাস্তা ঘাটের উন্নয়ন, পর্যটন স্পটগুলোকে ভালো একটি অবস্থায় নিয়ে আসা হবে। তিনি আরো বলেন বর্তমান সরকার পর্যটন স্পটগুলোকে উন্নত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সিলেটের সম্ভাবনাময় পর্যটন শিল্পের প্রসারে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে কাজ করা প্রয়োজন। পর্যটনই পারে সিলেটের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে। কারণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যই পর্যটকদের সিলেটমুখী করে তুলেছে। পর্যটন নগরী সিলেটের ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি, কালচার, ধর্ম, জাতীয় সংস্কৃতিক, প্রকৃতি ও বৈচিত্র্য, দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে ট্যুরিস্ট ক্লাব গুলোরকে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করতে হবে। সিলেটের সকল উপজেলা নির্বাহী অফিসারদেরকে বলে দেয়া হবে, যাতে তারা ট্যুরিস্ট ক্লাবদেরকে সহযোগীতা করেন।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. আবু হানিফার সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ, সিলেট ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুন নূর রুহেল, ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব¬াস্ট) সিলেটের কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, মাওলানা আব্দুস শহীদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: কামরুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি রাহেল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ মকসুদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম রুপন, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম সাদি, সহ সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল আহমদ লস্কর, প্রচার সম্পাদক জালাল আহমদ, সহ প্রচার সম্পাদক আহমেদ জাকি, ক্রীড়া সম্পাদক ফখরুল হাসান রাব্বি, আইন বিষয়ক সম্পাদক শাহ রুম্মানুল হক, আইসিটি বিষয়ক সম্পদক এনামুল কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকদ এস কে জাবেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল মুত্তাকিন, কার্যকরী সদস্য ওলিউর রহমান মাসুম, তাওফিকুর রহমান, শাহাব উদ্দিন শিহাব, এনামুল ইসলাম, আব্দুল মুমিন।
সিলেটের অন্যান্য থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওদুদ, সিলেট ট্যুরিস্ট সোসাইটির সাধারণ সম্পাদক রুহেল বখত তুষার, ট্যুরিজম সোসাইটির সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি আবিদুর রহমান, লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের সভাপতি ইশমাম কোরেশি নায়েব, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি রুহুল আমিন কমল। বিজ্ঞপ্তি