ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বালাগঞ্জে চোরাই গরুর মাংস বিক্রিকালে দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। আটককৃতরা হলো- উপজেলা মনোহরপুর গ্রামের তাহির উল্যার ছেলে মাইনুল মিয়া ও একই গ্রামের মন্নান মিয়ার ছেলে দুরুদ মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বাণীগাঁও গ্রামের বশির মিয়ার একটি ষাঁড় গত বুধবার দিনগত রাতে তার বাড়ি থেকে চুরি হয় যায়। বৃহস্পতিবার বিকেলে বশির মিয়া গোপন সূত্রে জানতে পারেন একই ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাইনুল ও দুরুদ রোজা উপলক্ষে গরু জবাই করে মাংস বিক্রি করছে। বশির মিয়া সেখানে গিয়ে বিভিন্ন কৌশলে নিশ্চিত হন- বিক্রি হওয়া মাংসগুলো তারই চুরি হওয়া ষাঁড়ের মাংস। এ সময় মাংস বিক্রেতা মাইনুল ও দুরুদ চুরির কথা স্বীকার করলে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ইউনিয়ন চেয়ারম্যান আনহার মিয়ার মাধ্যমে বালাগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ করেন। বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন বলেন, গরুর মালিক বশির মিয়া বাদি হয়ে চোরদের বিরুদ্ধে থানায় মামলা দিয়েছেন। আটক চোরদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। চোরদের কাছ থেকে উদ্ধার হওয়া মাংস গরুর মালিককে দেয়া হয়।