মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জেলায় বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
গত ২৭ জুলাই ২০১৮ থেকে ১০ অক্টোবর ২০১৯ পর্যন্ত ৪৬ বিজিবি’র আওতাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় বিভিন্ন সময় ও আটক জব্দকৃত ৪৮ লক্ষাধিক মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দিকে শ্রীমঙ্গলস্থ দি বার্ডস রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ১১৮২ বোতল বিদেশি মদ, ১৭ লিটার দেশি মদ, ফেনসিডিল ১৩৩ বোতল, কোরেক্স ১১৯ বোতল, গাঁজা ৮ কেজি, ইয়াবা ৭০ পিছ, নাসির পাতার বিড়ি ১০ লক্ষ ৪১ হাজার ৮৫০ পিছ, সিগারেট ২৭ হাজার ৪০০ পিছ। যার সিজার মূল্য ৪৮ লক্ষ ৬ হাজার ৫২৫ টাকা।
মাদক ধ্বংসকালে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এনডিসি,পিএসসি, শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ, পিএসপি, এলএসসি, ৪৬ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম (বার) প্রমুখ।