সাবেক ছাত্রদের নিয়ে মতবিনিময় সভা ॥ ফুলতলী মাদরাসার শতবর্ষপূর্তি মাহফিল আগামী ফেব্রুয়ারিতে

31
বাদেদেওরাইল ফুলতলী কামিল এম এ মাদরাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসার শতবর্ষপূর্তি মাহফিল আগামী ২০ ফেব্র“য়ারি ২০২০ইং তারিখে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাবেক শিক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। মাদরাসা থেকে বিভিন্ন সময়ে যেসকল ছাত্র-ছাত্রী দাখিল, আলিম, ফাযিল ও কামিল পাশ করেছেন তারা আগামী ৩০ নভেম্বর, ২০১৯ পর্যন্ত নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে নাম তালিকাভূক্ত করতে পারবেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে বসবাসকারী সাবেক ছাত্রগণও নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। শতবর্ষপূর্তি মাহফিল সফলের লক্ষ্যে ১৯ অক্টোবর, শনিবার, বিকাল ৩ টায় সিলেট নগরীর সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহীম এর সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা নজমুল হুদা খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ ও বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হবিবুর রহমান। বক্তব্য উপস্থাপন করেন শতবর্ষপূর্তি মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মাদরাসার ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ, কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা মুহিবুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান। বিজ্ঞপ্তি