শ্রীমঙ্গলে ২১ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ৩

16
শ্রীমঙ্গলে নিষিদ্ধ পলিথিন আটক করছে পুলিশ।

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের এক অভিযানে প্রায় ২১ লক্ষাধিক টাকার নিষিদ্ধ পলিথিন আটক করেছে ডিবি।
সোমবার দিনব্যাপী উপজেলার পৌর শহরের সোনার বাংলা সড়কে তিনটি দোকান প্রতিষ্ঠান ও গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।
এ সময় গোয়েন্দা পুলিশ পলিথিন ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন, সুমন রায় ও মাসুদ আলী এবং নিমাই বৈদ্য। আটককৃতরা শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
জানা গেছে, মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের বিশেষ টিম পৌর শহরের ষ্টেশন রোডের মর্ডান এন্টারপ্রাইজ, হবিগঞ্জ রোডের লোকনাথ ষ্টোর ও এবি ফ্যাশনে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে শহরের শ্যামলী আবাসিক এলাকার টলি রোডের একটি গোডাউন ও প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২১ লক্ষ টাকা।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ বিনয় ভূষণ রায় জানান, সম্প্রতি বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী কর্তৃক মৌলভীবাজার জেলাকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষনা করেন। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গলে এসব নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
অভিযানকালে শ্রীমঙ্গল ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।