বাদাঘাটে রাস্তা মেরামতের দাবিতে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

39

সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর অন্তর্ভূক্ত আম্বরখানা, বাদাঘাট, DSC_0383 copyশিবের বাজার, মেগারগাঁও উপপরিষদ ও সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের তেমুখী শাখার উদ্যোগে তেমুখী হতে বাদাঘাট পর্যন্ত রাস্তার বেহাল দশা ও দ্রুত মেরামতের দাবিতে টুকেরবাজার তেমুখীতে সোমবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচী পালিন করা হয়।
সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভঅপতি হাসমত আলী হাসু।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-৭০৭ এর অন্তর্ভূক্ত আম্বরখানা-লামাকাজি-বাদাঘাট শাখার সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ট্রাক শ্রমিক ইউনিয়ন তেমুখী বাদাঘাট আঞ্চলিক পরিষদের সভাপতি কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ আসাদ প্রমুখ।
এছাড়াও সংগঠনের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের বেহাল দশা থাকায় যানবাহনের অবস্থা নাজুক হয়ে হয়ে পড়েছে। পাশাপাশি জনসাধারণেরও বিভিন্ন সমস্যা ভুগতে হয়েছে। গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীদের যাতায়াতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
বক্তারা আগামী ২৫ আগস্টের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু না হলে ট্রাক ও সিএনজির সম্মিলিত উদ্যোগে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি