কাউন্সিলরের অভিযানে মাছিমপুর চালিবন্দর জুয়ার আস্তানা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ

12
কাউন্সিলরের অভিযানে মাছিমপুর চালিবন্দরে জুয়ার আস্তানা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।

নগরীর মাছিমপুর চালিবন্দর জুয়ার আস্তানা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ কবিরের সহযোগিতায় এলাকার যুব সমাজকে নিয়ে সিটি কর্পোরেশনের বোল্ডডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে কাউন্সিলর মোস্তাক আহমদ বলেন, এ ধরনের স্থাপনা খবর শুনে আমি গত রাত থেকেই প্রস্তুতি নেই। আজ নিজে এলাকার যুব সমাজকে নিয়ে উপস্থিত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হই। যাতে এ ধরনের স্থাপনা এ ওয়ার্ডে কখনো প্রশ্রয় না পায়। কিছু কিছু কুচক্রী মহলের কারনে আজ আমার ওয়ার্ডের বদনাম। যেখানেই এ ধরনের অবৈধ কার্যকলাপের খবর শুনি সেখানেই ছুটে গিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয় আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম, আশপাশের ব্যবসায়ীরা অভিযোগ করে বলছেন, দুএকটি খারাপ ছেলে এ ধরনের অবৈধ স্থাপনা বসিয়ে ফায়দা হাসিল করছে। আমি নিজে তদন্ত করে বিষয়টি সঠিক পেলাম। তাই যাতে ভবিষ্যতে কখনও এ ধরনের বদনাম না হয় সে ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করবো। বিজ্ঞপ্তি