নগরীর মাছিমপুর চালিবন্দর জুয়ার আস্তানা সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল আহমদ কবিরের সহযোগিতায় এলাকার যুব সমাজকে নিয়ে সিটি কর্পোরেশনের বোল্ডডোজার দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে কাউন্সিলর মোস্তাক আহমদ বলেন, এ ধরনের স্থাপনা খবর শুনে আমি গত রাত থেকেই প্রস্তুতি নেই। আজ নিজে এলাকার যুব সমাজকে নিয়ে উপস্থিত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সক্ষম হই। যাতে এ ধরনের স্থাপনা এ ওয়ার্ডে কখনো প্রশ্রয় না পায়। কিছু কিছু কুচক্রী মহলের কারনে আজ আমার ওয়ার্ডের বদনাম। যেখানেই এ ধরনের অবৈধ কার্যকলাপের খবর শুনি সেখানেই ছুটে গিয়ে আমি ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু দুঃখের বিষয় আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলাম, আশপাশের ব্যবসায়ীরা অভিযোগ করে বলছেন, দুএকটি খারাপ ছেলে এ ধরনের অবৈধ স্থাপনা বসিয়ে ফায়দা হাসিল করছে। আমি নিজে তদন্ত করে বিষয়টি সঠিক পেলাম। তাই যাতে ভবিষ্যতে কখনও এ ধরনের বদনাম না হয় সে ব্যাপারে আমি ব্যবস্থা গ্রহণ করবো। বিজ্ঞপ্তি