গোলাপগঞ্জে জমি নিয়ে হামলায় আহত ৫

20
গোলাপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহতদের মধ্যে ৩ জন।

সেলিম হাসান কাওছার গোলাপগঞ্জ থেকে :
গোলাপগঞ্জে ক্ষেতের জমি নিয়ে বিরোধের জের ধরে গফুর আহমদ নামে এক আসামী জামিন নেওয়ার দেড় মাসের মাথায় তার লোকদের নিয়ে বাদীর বাড়ীতে ডুকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বুধবারীবাজার ইউপির বাঘিরঘাট এলাকায় মৃত মুহিব উদ্দিনের বাড়ীতে। ঘটনার সময় গফুর ও তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ইকবালের অবস্থা আশঙ্কাজনক বলে ওমেকের চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মৃত মুহিব উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, আবু তাহের (প্রতিবন্ধী), তানিম আহমদ ও দুই স্ত্রী নিলুফা বেগম ও হেনা বেগম।
স্থানীয় ও আহতদের স্বজন সূত্রে জানা যায়, একই গ্রামের ছনুহর আলীর ছেলে গফুর মিয়ার সাথে মৃত মুহিব উদ্দিনের পরিবারের ক্ষেতের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। ওই বিষয়টি মিমাংসা করার জন্য বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয়রা বেশ কয়েকবার বৈঠক করেন। ওই ক্ষেতের জমিতে নামতে বাধা দেওয়ায় চলতি বছরের জুলাই মাসে গফুর ও তার লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মৃত মুহিব উদ্দিনের বাড়ীতে হামলা করতে যায়। বাড়ীতে কাউকে না পেয়ে বেড়াতে আসা তার বিবাহিত মেয়ে (অন্ত:সত্ত্বা) সাজেদা বেগমের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে ওই গৃহবধূর ভাই মামলা করলে পুলিশ গফুরকে গ্রেফতার করে। ওই মামলায় সে প্রায় ১ মাস কারাভোগের পর আগষ্ট মাসে জামিনে বের হয়। এরপর থেকে বাদীর পরিবারকে বিভিন্ন ভাবে ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল গফুর। পরে মৃত মুহিব উদ্দিনের ছেলে ইকবাল হোসেন পরিবারের লোকদের নিরাপত্তা চেয়ে গোলাপগঞ্জ মডেল থানায় জিডি করেন। ওই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন- ইকবালের মামা বুলবুল আহমদ। এ বিষয়ে বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান মস্তাব উদ্দিনের সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আমি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি বলেন আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি গফুর তার লোকদের নিয়ে মুহিব উদ্দিনের পরিবারের লোকদের উপর হামলা চালিয়েছে। আমি ওই জমির বিষয়টি আবার সমাধানের জন্য তারিখও ঠিক করেছিলাম।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমানের সাথে আলাপ করা হলে তিনি বলেন-ওই ঘটনায় গোলাপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেবো।