বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখা কর্তৃক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তারা বলেন, দুর্গা পূজা সার্বজনীন উৎসব এখানে ধনী-গরীবের বৈষম্য নেই। সকলের মুখে হাসি ফুটানোর মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবকে সার্বজনীন করে তুলতে হবে।
৬ অক্টোবর রবিবার নগরীর কালিবাড়ী ও জামতলা এলাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা পরিষদ মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। সংগঠনের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সহ-যুগ্ম সম্পাদক মনোজ কান্তি দত্ত মুন্না, শ্রী শ্রী গোবিন্দজিউর আখড়ার সম্পাদক বিশ্বজিৎ দত্ত বিমান, জামতলা সার্বজনীন পূজা কমিটির সম্পাদক বিশলয় দাস, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য রকি দেব, পূজা উদযাপন পরিষদ নেতা বাবুল দেব, স্বপন দেব, সঞ্জয় দেব, শিমুল পাল, মিঠু মোহন দেব প্রমুখ। বিজ্ঞপ্তি