আগমনী

16

কাঞ্চন দাশ

আজ আশ্বিনের শারদ প্রাতে
বেজে উঠে ধ্বনি
বছর পড়ে আবার এলো
মায়ের আগমনী।

দেখ আলোয় আলো আকাশ
দেখ আকাশ তারায় ভরা
সে আকাশে ঘুরব সবাই
কেও দিবেনা সাড়া।

আজ গানে গানে নাচব মোরা
বাজাবে পূজোর ঢোল
শুভ্র কাশের শিউলি বেলা
সমীরণে দিচ্ছে দোল।

দেখ নদীর ঐ স্বচ্ছ জলে
পাল তোলা নৌকা চলে
দেখ রাতের মিষ্টি আলোয়
জোনাক থোকায় আলো জ্বলে।