গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিকন্যা জাফলংয়ের আকর্ষণীয় স্থান সমূহে পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি’র লক্ষ্যে আগত পর্যটকদের নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (২৯ আগষ্ট) সন্ধায় পর্যটন কেন্দ্র জাফলং ভিউ রেস্টুরেন্টে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান’র সভাপতিত্বে ও সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম, বিজিবি তামাবিল সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার মুকুল মিয়া, গোয়াইনঘাট থানার এসআই লিটন রায়, জাফলং ট্যুরিস্ট পুলিশের এসআই মোহাম্মদ আলী, পূর্ব জাফলং আওয়ামীলীগের আহবায়ক মিনহাজুর রহমান, জাফলং ষ্টোণ ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, আওয়ামীলীগ নেতা শাহজাহান সিরাজ, ইব্রাহিম খান, সোলেমান সিকদার, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর সানি, সাধারণ সম্পাদক শাহআলম, জাফলং ট্যুরিষ্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির সভাপতি নিলয় পারভেজ সোহেল, জাফলং ট্যুরিষ্ট গাইড এন্ড হ্যান্ডবোট যুব সংঘের সভাপতি জতিন্দ্র, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সাধারণ সম্পাদক আব্দুছ সালাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও তাহমিলুর রহমান বলেন, জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদানের লক্ষ্যে পুরো এলাকাকে ব্যবস্থাপনার আওতায় আনতে পারলে এখানে আরও বেশি দেশি-বিদেশি পর্যটকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।
দেশের অর্থনেতিক পরিবর্তনে পর্যটনখাত গুরুত্বপুর্ন অবদান রাখছে। সরকার এ খাতের উন্নয়নে সব সময় আন্তরিকভাবে কাজ করছে।জাফলং পর্যটন এলাকায় প্রতি বছর ভ্রমনে আসা পর্যটক মৃত্যুর ঘটনা ঘটে। সলিল সমাধি হয় আনন্দ ভ্রমনে আসা অগণিত দর্শনার্থীর। এই অকাল প্রাণহানীর ঘটনা হ্রাসকল্পেই সকলে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
ইউএনও আরও বলেন জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের যাতে তাদের ভ্রমণ নির্বিঘ্নে করতে পারেন সে লক্ষ্যে তাদের নিরাপত্তা দিতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি রয়েছে। আগত পর্যটকদের সেবা ও নিরাপত্তা দেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব।