স্টাফ রিপোর্টার :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশের অথনৈতিক উন্নয়ন বিশ্বকে বিস্মিত করেছে। আর এ উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস, সততা ও দেশের প্রতি দায়বদ্ধতায়। উন্নয়নধারা অব্যাহত রাখতে সবাইকে বঙ্গবন্ধুকন্যার পাশে থাকতে হবে।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর পূর্ব জিন্দাবাজারে একটি হোটেলের সম্মেলন কক্ষে পদক্ষেপ বাংলাদেশ, সিলেট শাখা আয়োজিত পর্যটন বিষয়ক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পদক্ষেপ বাংলাদেশ আয়োজিত ছয় দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসবের সিলেট পর্বের এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাব সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন। সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক মাহবুবুল আলম মিলন। বিষয়ভিত্তিক প্রারম্ভিক বক্তব্য রাখেন, সিলটিভির প্রধান নির্বাহী জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। আরো বক্তব্য রাখেন, হিলভিউ ট্যুরিজমের প্রধান নির্বাহী কর্মকর্তা খতিবুর রহমান ও ক্লিন ভিলেজ গ্রিন ভিলেজের আহ্বায়ক ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পদক্ষেপ বাংলাদেশ সিলেট শাখার সদস্য সচিব শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ফৌজিয়া আক্তার। এছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে স্বৈরাচারী সরকারগুলো দেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে এগিয়ে চলা শুরু হয়।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার ঝুঁকি নিয়ে কাজ করছে বলেই দেশের অর্থনীতিতে এত রমরমা অবস্থা। এখন আর কোন মানুষ না খেয়ে থাকেনা। গড় আয়ুও বেড়েছে। বিদ্যুৎ পৌঁছে গেছে ঘরে ঘরে; কিন্তু কিছু মানুষ এই উন্নয়ন দেখেও না দেখার ভান করে।
পরিকল্পনা মন্ত্রী সিলেট সহ দেশের বিভিন্ন এলাকায় পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, পর্যটকদের জন্যে ইতিবাচক পরিবেশ জরুরি। সরকার এব্যাপারে অত্যন্ত আন্তরিক। পাশাপাশি বেসরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে। সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে হবে।
এম এ মান্নান এমপি নিশ্চিত করেন, সিলেট-ঢাকা রেলপথ দুই লাইনে উন্নীত করা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সিলেটে পর্যটন শিল্পের বিকাশে একটি সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন।
বিশেষ অতিথি আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য সহ অন্যান্য পর্যটন উপকরণ প্রকাশনার মাধ্যমে তুলে ধরতে হবে।