যদি কেউ পড়ে মোর কবিতা

170

নেছার আহমদ নেছার

কেউ যদি পড়ে মোর কবিতাÑ
একাগ্র-অনুভবে-মনের মাধুরী মিশিয়ে
কোন নির্জন প্রান্তে বসেÑ
যদি কেউ খুঁজে আমার অনুভব
যে উপলব্ধি আমাকে হাসায় কাঁদায়
যেখানে অনেক ভাবনা জড় হয়ে
লিখতে প্রেরণা আসেÑ
সেখানে প্রবেশ করে
যদি কেউ আমাকে দেখে
হয়তো পাবে আমাকে মলিন ক্লান্ত
অবয়বখানি নিরাশার মাঝে কষ্টে বিষাদের সুর
অবাক হবে পাঠক অবাক হবে তোমার জীবন আনন্দে
একরাশ ফুলের সুবাশ নিয়ে
নাসিকাটা খুঁজবে শুধু আজকের পৃথিবী
কেন এতো উৎকন্ঠায় দুর্গন্ধময়,
কেন এতো পারমানবিক বোমা
কেন এতো ক্ষমতার দাপট ও লোভ
কেন এতো নিরীহ গণমানুষের মৃত্যু
কেন এতো ব্যাবিচার-অনিয়ম, নিষ্ঠুরতা
যদি কেউ পড়ে মোর কবিতা।