সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ধর্মীয় সম্প্রীতিতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে সিলেট। আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হলে সকলকে সচেষ্ট থাকতে হবে। আকাশ সংস্কৃতির সময়ে অবক্ষয় ঠেকাতে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মেয়র আরিফ গতকাল ২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত উৎসবের ২য় দিন বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৬ বাংলার সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডিজিএম প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি শিক্ষয়িত্রী শীলা চৌধুরী ও বিনয় ভূষণ তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতীয় দূতাবাস সিলেটের সহকারী হাইকমিশনার লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ মূতি, পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ, এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ^াস, শাবিপ্রবির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়। সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, বৃত্তিদাতা কবি সুমন বনিক, বিক্রম কুমার চন্দ, এ্যাপেক্সিয়ান জি.ডি রুমু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ।
এর আগে বিকাল সাড়ে ৩টায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টায় নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা। পরে রাত সাড়ে ৭টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহালয়া অনুষ্ঠানের শেষ দিন আজ ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল সোয়া ৮টায় সমবেত চ-ীপাঠ, পরিচালনায় শ্রীমা সারদা সংঘ সিলেট, সকাল সাড়ে ৯টায় রক্তদান কর্মসূচি- সহযোগিতায় মুজিব-জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র চৌহাট্টা সিলেট, সকাল ১০টায় মাতৃসঙ্গীত প্রতিযোগিতা, দুপুর দেড় টায় মহাপ্রসাদ বিতরণ, বিকাল ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় শ্রীমা সারদা সংঘ সিলেটের প্রশিক্ষণার্থী শিশু-কিশোরবৃন্দ, বিকাল সাড়ে ৪টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবেশনায় অমিত ত্রিবেদী ও তাঁর দল, বিকাল সাড়ে ৫টায় সিলেটের ধর্ম ও সমাজসেবায় দু’জনকে সম্মাননা প্রদান এবং বৃহত্তর সিলেটের চার জেলার চারজন রতœগর্ভা মাকে সম্মাননা প্রদান, এরপর ধর্মসভা, পুরস্কার বিতরণ, অরুণ আলোর অঞ্জলি প্রকাশনা ও দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি