ছাতক থেকে সংবাদদাতা :
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসারের কক্ষ থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম ছিনতাইর ঘটনায় অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তব্যরত প্রিসাইডিং অফিসার আবু রায়হান খাঁন বাদি হয়ে থানায় ওই মামলা দায়ের করেন। রবিবার বেলা ২টায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে হঠাৎ করেই বেশ কিছু দুর্বৃত্তের দল কেন্দ্রে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রিসাইডিং অফিসারের কক্ষ থেকে ৪০টি ব্যালট পেপার বই, সিল, প্যাডসহ নির্বাচনী সরঞ্জাম ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তরা কেন্দ্রে হামলার চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ ৭ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এ মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক আবদুল মান্নান বলেন, ব্যালেট পেপার ছিনতাইর ঘটনায় জড়িত দুর্বৃত্তরা এখন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।