১৯ নং ওয়ার্ডে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা

10
১৯নং ওয়ার্ডে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: আজবাহার আলী শেখ পিপিএম।

স্টাফ রিপোর্টার :
কোতোয়ালী থানার ১৯ নং ওয়ার্ডের উদ্যোগে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতামুলক এক মতবিণিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার রাত ৭ টায় সিলেট সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের কার্যালয়ে কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ এর সভাপতিত্বে এ মতবিণিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এসএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম। বিশেষ অতিথি ছিলেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) বিভূতি ভূষণ বানার্জী, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইসমাইল পিপিএম, অধ্যাপক জাকির হোসেন, এডভোকেট মোশাহিদ আলী, এসএম ছাব্বির আলী তানভীর, এডভোকেট মোঃ আতিকুর রহমান সাবু প্রমুখ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ মতবিনিময় সভায় ১৯নং ওয়ার্ডের সর্বশ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন এসি কোতোয়ালী।