ঢাকা-সিলেট মহাসড়কে দিনদুপুরে ২ লক্ষ টাকা ছিনতাই

64

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের সীমান্তবর্তী মৌলভীবাজারের শেরপুর চৌরাস্তা ছিনতাাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে! কয়েক দিন পর পরই শুনা যায় কোথাও না কোথাও দিনদুপুরে ছিন্তাইয়ের ঘটনা সহ সন্ত্রসী কর্মকান্ডের ঘটনা ঘটছে অহরহ। নবীগঞ্জের মজলিশপুর গ্রামের আশিক মিয়া নামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ২ লক্ষ টাকা পূবালী ব্যাংক থেকে উত্তোলন করে বাড়ি ফেরার পথে ছিন্তাইকারীরা তার দিকে অস্ত্র ঠেকিয়ে ২ লক্ষ টাকা ফিল্মি স্টাইলে চিনিয়ে নিল। এ সময় ছিন্তাইকারীদের হামলায় তিনি আহতও হন। পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা সেবা দেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে। ছিনতাইয়ের কবলে পড়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর গ্রামের বৃদ্ধ আশিক মিয়ার পুত্র শুকুর মিয়া স্থানীয় সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, তার পিতা মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পূবালী ব্যাংক শাখা থেকে ২ লক্ষ টাকা উত্তোলন করে রিক্সা যোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে মজলিশপুর গ্রামে ফিরছিলেন। তিনি শেরপুরের নিকটবর্তী ১নং ব্রীজের কাছে আসা মাত্রই ২টি মোটর সাইকেল যোগে ৫জন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে ফেলে। তার হাতে থাকা ২ লক্ষ টাকার ব্যাগ ছিনিয়ে নিতে টানা হেঁচড়া শুরু করে। এ সময় তিনি টাকা দিতে না চাইলে তাকে একটি লম্বা ছোরা দিয়ে হাতে কোপ মারে। এতে তিনি রক্তাক্ত জখম হলে প্রাণের ভয়ে তিনি তিনি ব্যাগটি তাদেরকে দিয়ে দেন। পরে শেরপুর দিয়ে ৫জন ছিনতাইকারী ২টি মটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনাটি শেরপুর স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনো ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি আইনশৃংখলা  বাহিনী। এদিকে ২ লক্ষা টাকা হারিয়ে বৃদ্ধ আশিক মিয়া হতভম্ব হয়ে পড়েছেন। তিনি টাকা গুলো পবিত্র হজ্বে যাওয়ার জন্য উত্তোলন করেছিলেন বলে তিনি জানান।