আইনজীবী সহকারীদের কাজের আইনগত স্বীকৃতি দিতে হবে ———–মোহাম্মদ নূর মিয়া

13
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখা আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুর মিয়া।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নূর মিয়া বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ সকল পেশার মানুষের জন্য আইন প্রণয়ন হলেও দুঃখজনক হলেও সত্য বিচার বিভাগের সাথে ওতপ্রোতভাবে জড়িত আইনজীবী সহকারীদের জন্য কোন আইন প্রণয়ন করা হয়নি। আইনজীবী সহকারীদের কাজের আইনগত স্বীকৃতি দিতে হবে। দীর্ঘদিন ধওে আইন প্রণয়নের প্রতিশ্র“তি দেয়া হলেও তা বাস্তবায়িত হচ্ছে না। আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। তবে এবার কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। শীঘ্রই আইন প্রণয়নের দাবিতে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে প্রয়োজনে রাজপথে রক্ত দিয়ে হলেও আমরা পিছপা হবো না।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির দেশব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট জেলা শাখা আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতি ভবনের ২য় তলায় এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি সিলেট জেলা শাখার সভাপতি হাজী মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিকের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. মাহতাব উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি এস এম আনিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি দিলীপ চন্দ্র দেব চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মো. ফজলুল হক মাসুক, সিনিয়র সহ-সভাপতি শ্যামল কান্তি বিশ^াস, সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি মো. আব্দুল হালিম, সহ-সভাপতি মো. শাকিল আহমদ, সহ-সভাপতি মো. আলী মনসুর, সহ-সভাপতি আইয়ুব আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য দিলীপ চন্দ্র কর, আব্দুল মুমিন, মঈন উদ্দিন আহমদ, নাজমুল ইসলাম খান, আব্দুল মুকিত, সুলতান আহমদ চৌধুরী, জমির উদ্দিন, প্রণয় চক্রবর্তী, বশির উদ্দিন, কামাল উদ্দিন, সজীব চন্দ, নুরুল হক নাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি