সুনামগঞ্জে বজ্রপাতে ৪ কৃষক-কৃষাণী নিহত

25

Lightning_sm_385237122আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের ৩ উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে ধানকাটা শ্রমিকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন কৃষক আব্দুল কাদির (২০), হরিদাস (৪৫), আব্দুল জলিল (৫৫) ও গৃহবধূ রাশিদা বেগম (৪০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টায় দিরাই উপজেলার কালিকুটা হাওরে ধান কাটার সময় বজ্রপাতের শিকার হয়ে কৃষক আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। একই সময় আহত হন কৃষক হরিদাস। তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়ার পর দুপুরে মৃত্যু হয়। আব্দুল কাদির উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধনপুর গ্রামের লুকমান মিয়ার ছেলে আর হরিদাস একই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত সচিন্দ্র দাসের ছেলে। অন্যদিকে সকাল ৮টায় তাহিরপুরে নিজ বসতবাতিতে উঠানে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে গৃহবধূ রাশিদার মৃত্যু হয়। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের কৃষক বাসির মিয়ার স্ত্রী। ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার শিবপুর গ্রামে ধান কাটার সময় কৃষক আব্দুল জলিল বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। দিরাই থানার ওসি বায়েস আলম, তাহিরপুর থানার ওসি শহিদুল্লাহ ও মধ্যনগর থানার ওসি হাসানুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।