কাজিরবাজার ডেস্ক :
আশ্চর্যজনক হলেও সত্য, উখিয়া আশ্রয় শিবিরগুলোতে রোহিঙ্গাদের মালিকানাধীন অন্তত ২০ হাজার দোকান চালু রয়েছে। মোবাইল-ইন্টারনেট, স্বর্ণ ও কাপড়ের ব্যবসাসহ ছোটবড় ওইসব দোকানের মালিক বনে আশ্রিত রোহিঙ্গারা স্বদেশ মিয়ানমারে ফেরত যেতে বেমালুম ভুলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে ক্যাম্প অভ্যন্তরে অবৈধভাবে গড়ে উঠা ওইসব দোকান বন্ধে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শরণার্থী আইন অনুসারে নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত উদ্বাস্তুরা আশ্রয় শিবিরে অবস্থান করবে। ক্যাম্প অভ্যন্তরে দোকানপাট বসিয়ে আশ্রিতদের ব্যবসা চালানো শরণার্থী আইন বহির্ভূত। উখিয়া টেকনাফের প্রতিটি ক্যাম্পে গড়ে উঠা হাজার হাজার দোকানের কোন ধরনের বৈধতা নেই। ক্যাম্পে দায়িত্ব পালনকারী প্রশাসনের কতিপয় কর্মকর্তার সঙ্গে ঘুষ বাণিজ্য করে দোকান খুলে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। দিনে রাতে ওইসব দোকানে বসে মোবাইল ফোনে সকল অপরাধের পরিকল্পনা ও নীলনক্সা তৈরি করে থাকে রোহিঙ্গা জঙ্গীরা। রাতে ওইসব দোকানের এক পাশে বসে পৃথক জুয়াড়ি ও মাদকসেবী। ওখানেই রোহিঙ্গারা আপাতত মিয়ানমারে না যাওয়ার পরিকল্পনা করে থাকে। সন্ত্রাসী যুবকদের কেউ কেউ ক্যাম্প ত্যাগ করে পুরনো রোহিঙ্গা নেতা (জঙ্গী) পরিচালিত বিভিন্ন মাদ্রাসা-এতিমখানায় ঠাঁই করে নিয়েছে। আরএসও জঙ্গীরাও তাদের দল ভারি করতে রোহিঙ্গা যুবকদের বিদ্রোহী দলে ভেড়াচ্ছে। বিকেল ৫টার মধ্যেই রোহিঙ্গা ছাড়া সকলের ক্যাম্প ত্যাগের জন্য প্রশাসনের নির্দেশ রয়েছে। অথচ এক শ্রেণীর পুরনো রোহিঙ্গা নেতা (আরএসও জঙ্গী) ও কিছু সংখ্যক এনজিও কর্মী ওই আদেশ মানছেনা। তারা ওইসব দোকানে রাতে অপেক্ষা ও সাক্ষাত করে সব রকমের পরিকল্পনায় সম্মতি দিচ্ছে সন্ত্রাসী রোহিঙ্গাদের। ২০১৮ সালে নয়াপাড়া ক্যাম্প অভ্যন্তরে দোকান বসাতে না দেয়ায় রোহিঙ্গা রমনী ও তার সন্ত্রাসী স্বজনরা মিলে এক উপ-পুলিশ পরিদর্শককে (এসআই) মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। টেকনাফ ও উখিয়ার ৩২ ক্যাম্পে রোহিঙ্গাদের মালিকানায় গড়ে উঠা দোকানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ছাড়াও হাত বাড়ালেই মিলছে ইয়াবা। রোহিঙ্গাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ও রোহিঙ্গা মালিকানার দোকানপাটগুলো উচ্ছেদ করা না গেলে আশ্রিত রোহিঙ্গারা কখনও মিয়ানমারে ফিওে যেতে আগ্রহী হয়ে উঠবেনা বলে জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি রোহিঙ্গাদের চাল-ডাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি (রেশন) ব্যতীত অতিরিক্ত ত্রাণ প্রদান থেকে সরে আসা দরকার। ক্যাম্পে রোহিঙ্গারা বেশি আরাম আয়েশে জীবনযাপন করছে। ওইসব আয়েশী জীবনযাপন বন্ধ করা না গেলে রোহিঙ্গারা ফিরে যাবে না।
সূত্রে প্রকাশ, আশ্রিতদের হাতে হাতে মোবাইল ফোন ও ক্যাম্প অভ্যন্তরে দোকান বসাতে কিছু কিছু রোহিঙ্গাকে ইতিপূর্বে নগদ টাকা দিয়ে সাহায্য করেছে একাধিক এনজিও। উদ্দেশ্য আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনবিরোধী করে গড়ে তোলা। ক্যাম্প অভ্যন্তরে গড়ে উঠা দোকানগুলো খোলা থাকে গভীর রাত পর্যন্ত। প্রতি রাতে সেখানে জমায়েত হয় সন্ত্রাসী রোহিঙ্গারা। সূত্র মতে, অপরাধ জগতের কিং খ্যাত ডাকাত সর্দার আবদুল হাকিম, ইতিপূর্বে কক্সবাজার ও বর্তমানে ক্যাম্পে বসবাসকারী আলইয়াকিন বিদ্রোহী সংগঠনের বাংলাদেশ সমন্বয়ক মৌলবি শফিক, হাফেজ জাবের ও ইয়াছিনসহ কুখ্যাত রোহিঙ্গাদের ওইসব দোকানে যাওয়া আসা রয়েছে।
উখিয়ার কুতুপালং ক্যাম্পের এক দোকানি জানায়, ক্যাম্প অভ্যন্তরে সারারাত দোকান খোলা রেখে অপরাধ কর্মকা-ের শত পরিকল্পনা করলেও রোহিঙ্গাদের জন্য কোন ধরনের বাধা নেই বা বাধা দেয়ারও কেউ নেই। যেহেতু দায়িত্ব পালন শেষে বিকেলে (৪টা) ব্যারাকে ফিরে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিকেল ৫টার পর থেকে কতিপয় এনজিও কর্মী, রোহিঙ্গা জঙ্গী গ্রুপ আলইয়াকিন, আরএসও এবং রোহিঙ্গা সন্ত্রাসীদের খেয়ালখুশিতে চলে ক্যাম্প এরিয়া। তখন দিনের বেলায় মুখোশধারী রোহিঙ্গারা অস্ত্র উঁচিয়ে প্রত্যাবাসনে ইচ্ছুকদের হুমকি দিয়ে প্রতিটি শেড ও ব্লকে ঘোরাঘুরি করে।