টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বজায় রেখেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে – সুনামগঞ্জ জেলা প্রশাসক

16

টাঙ্গুগুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এর পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। তাই হাওরটিকে একটি সুষ্ঠু পরিকল্পনার আওতায় এনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষা করতে হবে। আমরা পর্যটনকে উৎসাহিত করি, তবে তা অবশ্যই হতে হবে পরিবেশসম্মত। পরিবেশ ধ্বংস করে পর্যটন টিকে থাকতে পারে না। টাঙ্গুয়ার হাওরের পরিবেশ বজায় রেখেই পর্যটনের বিকাশ ঘটাতে হবে। বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এসব কথা বলেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক পীযূষ পুরকায়স্থ টিটু’র পরিচালনায় উক্ত সভায় তাহিরপুরের সুধীজন পেশাজীবী ও টাঙ্গুয়ার হাওরের নৌকার মাঝিরা উপস্থিত ছিলেন। তারা বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আরো বলেন, প্রতিটি নৌকায় যতটি প্লাস্টিক বোতল, ওয়ান টাইম প্লেট, গ্লাস সহ অন্যান্য অপচনশীল দ্রব্য যাবে নৌকা ছাড়ার আগেই তার একটি তালিকা করা হবে এবং নৌকা ঘাটে ফিরে আসার পর সবগুলো ফিরে এসেছে কিনা তা নিশ্চিত করা হবে। এজন্য নৌকার মাঝিদের এবং পর্যটকদের আরও দায়িত্বশীল হতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহি অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার ভূমি সৈয়দ আমজাদ হোসেন চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সুবহান আখঞ্জি, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বুরহান উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়নের সভাপতি শাহিনুর তালুকদার, তাহিরপুর নৌকার মাঝি কল্যাণ সমিতির সভাপতি আবিকুল ইসলাম, টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ মনির মিয়া তালুকদার, সুজনের তাহিরপুর শাখার সাধারণ সম্পাদক হোসেন শরীফ বিপ্লব। বিজ্ঞপ্তি