আরিফুল ইসলাম সাকিব
শরৎ আসে ভাদ্র মাসে
বৃক্ষরাজি হাসে,
কৃষাণের দল ফলের আশে
নিযুক্ত রয় চাষে।
ধানের খেতে প্রাণের দোলা
সবুজ মাখামাখি,
ভ্রমর নাচে ফুলের বাগে
যায় জুড়িয়ে আঁখি।
নদীর পাড়ে কাশের পালক
দখিন হাওয়ায় দোলে,
বছর ঘুরে শরৎ রাণী
বাংলা মায়ের কোলে।