আব্দুল মালেক জাগরণী
শরৎ এলো শরৎ হাসে
সাদা মেঘে ভর করে
দূর হয়েছে মেঘের কালো
আকাশ এখন ঝরঝরে।
শিউলি তলে ফুলের মেলা
মন মাতানো গন্ধ যে
নদীর ধারে কাশের বনে
উঠলো দুলে ছন্দ যে।
শরৎ এলে আকাশ জুড়ে
দুধসাদা মেঘ উড়ে যায়
নীলপরিরা ডানা মেলে
যায় ছুটে খুব দূ-উ-উ-উ-রে যায়।