প্রার্থনা

13

দিপংকর দাশ

দুখীর চোখের পানি মুছে
দেখবো হাসি মুখ,
দুঃখ নেবো নিজের গায়ে
বিলিয়ে দেবো সুখ।

বাঁচবো আমি পরের তরে
বুঝবো তাদের দুখ,
আপন স্বার্থ ভুলে গিয়ে
পেতে দেবো বুক।

বৃক্ষ যেমন পরোপকার
আমিও হতে চাই,
অন্যের সুখেই আমি যেন
সুখটা খুঁজে পাই।

পুষ্প যেমন আপন সৌরভ
বিলিয়ে মজা পায়,
আমিও তেমনি সুখের সুবাস
মিশিয়ে দেবো বায়।

মানুষ হতে পারি যেন
প্রভুর কাছে চাই,
বিপদ এলে তাঁকে আমি
সদা কাছে পাই।