খালেদা জিয়ার মুক্তিই হোক নবীনদের প্রত্যয় – নাছির চৌধুরী

9

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানুষের ভোটাধিকার নেই, একটি অবৈধ, রাতের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। একটি অবৈধ মামলা দিয়ে ফরমায়েশি রায়ের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ও জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্ধী করে রাখা হয়েছে। তোমাদের অভিনন্দন জানানোর ভাষা হারিয়ে ফেলছি। আইয়ূব এহিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছি, মুক্তি যুদ্ধে অংশ নিয়েছি কিন্তু এমন দুঃসময় দেখিনি। অবৈধ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশের এই দুঃসময়ে তোমরা ছাত্রদলের নবীন বরণে অংশ নিয়ে দেশের মানুষকে আগামী সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বির্নিমানের স্বপ্ন দেখাচ্ছো আজকের দিনে খালেদা জয়ার মুক্তিই হোক তোমাদের প্রত্যয়।
সোমবার বেলা ১২টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কলেজ ছাত্রদলের সভাপতি শরীফ রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, দিরাই শাল্লার সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একে সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির উপদেষ্টা রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, দিরাই উপজেল বিএনপির যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, কুলঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুর রহমান, চরনারচর ইউনিয়ন চেয়ারম্যান রতন কুমার দাশ তালুকদা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাইদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক একে কুদরত পাশা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সজিব রশিদ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল চৌধুরী, ছাত্রদল নেতা, এসএম সায়েম, এস আর সোহাগ, জাকির হোসেন, জাহেদ সহ নবাগত ছাত্র ছাত্রীরা।