গোলাপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এড. ইকবাল আহমদ চৌধুরী। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হত না। তিনি আমাদের স্বাধীন দেশ এনে দিয়েছেন। ৭১এর পরাজিত শক্তিরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তাকে হত্যার মধ্য দিয়ে স্বাধীন দেশের সূর্যকে অস্তমিত করতে চেয়েছিল। ৭৫ এর পরাজিত শত্র“রা আজও ষড়যন্ত্রে লিপ্ত। আজও তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা বিরোধী চক্রের সেই স্বপ্ন পূরণ হয়নি। এ সময় তিনি যুবলীগকে সুসংঘবদ্ধভাবে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করার আহবান জানান।
সভায় উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক তাহের উদ্দিন তাজ্জুব’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামিম আহমদ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামছুদ্দিন সামছ,বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ,রুহেল আহমদ,মাসুম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী, আফতার হোসেন, শাহিন আহমদ, সাজলু লস্কর, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, আসাদ উদ্দিন, জহিরুল ইসলাম জুয়েল, মো. আকাদ্দুছ, শাহিনুজ্জামান শাহীন, ফারুক আহমদ সুমন, ওবায়দুল্লাহ ইসহাক, রাজিব আহমদ চৌধুরী, মো. আলাউদ্দিন, কামরান হোসেন দারা, এম সুহেল আহমদ, কাজী সাজু আহমদ, এড. আবুল হোসেন, সুহেল তালুকদার, যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ, উপজেলা যুবলীগ নেতা কামরান হোসেন, এনায়েত করিম খোকন, উপজেলা আ’লীগ নেতা রুমেল সিরাজ, উপজেলা যুবলীগ নেতা এমএ হান্নান, আমির হোসেন রাহী, সোহেল আহমদ, ছাদেখ খান, কামরান আহমদ, ফখরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক নেতা মনিরুল হক পিনু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন। বিজ্ঞপ্তি