গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষার ব্যাপক প্রসার ও গুণগত মান বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন শহর ছাড়িয়ে গ্রামেও সরকারি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার জোয়ার এসেছে। তাই নিরক্ষরমুক্ত দেশ গড়তে আপনাদের সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান।
তিনি শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে এসব কথা বলেন।
এ সময় ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব মো. দেীলতুজ্জামান, খান, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, জাফলং ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ রতন শেখ, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন, প্রধান শিক্ষক সোহেল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ভূমি সচিব মো. মাকসুদুর রহমান পাটোয়ারী পর্যটন কেন্দ্র জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।