শরৎ এলেই

16

আনীসুল মুরসালীন

শরৎ এলেই দূর আকাশে
বসে নীলের মেলা,
সাদা সাদা কাশের সাথে
করে বাতাস খেলা।

ঝিলের ধারে ডাহুকেরা
করে ডাকাডাকি,
ঝাঁকেঝাঁকে উড়ে বেড়ায়
নানারকম পাখি।

শরৎ এলেই রোজ সকালে
শিশির জমে ঘাসে,
রোদের ছোঁয়ায় শিশিরেরা
মিটমিটিয়ে হাসে।

পদ্মফুল আর শাপলাফুলে
হাওড় থাকে ভরা,
মাঠের উপর পড়ে থাকে
আমন ধানের ছড়া।

শরৎ এলেই প্রকৃতিটা
সাজে নতুনসাজে,
দৃশ্য দেখে খুশির দোলা
লাগে মনের মাঝে।