কমলগঞ্জে রাজদীঘিরপার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

12

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জের ২নং পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজদীঘিরপার বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় রাজদীঘিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটানা ভোট গ্রহণ চলে। মোট ভোটার ২২৭ জন। ৭টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে সভাপতি পদে মো: আব্দুস শহীদ (আনারস) প্রতীক ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জগলু রহমান চকদার (ছাতা) ১০৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো: ইসমাইল মিয়া (ফুটবল) প্রতীক ১১৭ ভোটে পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: ইব্রাহীম আলী (দেয়াল ঘড়ি) ১০২ ভোট পান। সহ সভাপতি পদে মো: মোশাহীদ আলী (কাপ পিরিচ) ৯৪ ভোট, যুগ্ম সম্পাদক পদে মো: মোশাহীদ আলী (পদ্মফুল) ১৫৯ ভোট, কোষাধ্যক্ষ পদে রুকন আহমদ (হরিণ) ১২৫ ভোট, প্রচার সম্পাদক পদে মো: লিয়াকত মিয়া (সিএনজি) ১৪৪ ভোট, সদস্য পদে সোহেল মিয়া (পাখা) ১৫৭ ভোট, মোতালিব মিয়া (মাছ) ১৫২ ভোট, মকদুস মিয়া (মই) ১৪৪ ভোট, মো: হেলাল মিয়া (মোরগ) ১৩১ ভোট ও অলক ভট্টাচার্য্য (আম) ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো: পনিরুজ্জামান। প্রধান নির্বাচনের কমিশনার ছিলেন আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিল কান্তি গোস্বামী।