স্টাফ রিপোর্টার :
নগরীর জল্লারপারে তিন যুক্তরাজ্য প্রবাসীর উপর হামলার ঘটনায় ছাত্রলীগের আরেক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম জাহেদ। সে নগরীর মদিনা মার্কেট পল্লবী আবাসিক এলাকার ২৬/বি কামারগলির শফিক মিয়ার পুত্র।
হামলাকারীদের মধ্যে জাহেদ অন্যতম ছিল বলে দাবি করেছে পুলিশ। এনিয়ে এই হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর আগে গ্রেফতার হয় লিটন, শিপন, নোমান, পলাশ, দিপু রায়, সাগর তালুকদার নামের আরও ৬ ক্যাডার।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এবাদউল্লাহ জানান, অনেক কৌশল করে ফাদ পেতে জাহেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামীদেরও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।