স্বাস্থ্যমন্ত্রীকে ফোনে পাচ্ছেন না মেয়র আতিকুল

18

কাজিরবাজার ডেস্ক :
সিটি করপোরেশনের মশক নিয়ন্ত্রণ কর্মীদের বাসভবনে ঢুকতে না দেওয়ার অভিযোগের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাচ্ছেন না বলে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র। পর পর দুই দিন ফোন করেও স্বাস্থ্যমন্ত্রীকে না পাওয়ার কথা জানিয়েছেন মেয়র, যার নিজেরও মন্ত্রী মর্যাদা রয়েছে।
আগের দিন মন্ত্রীর বাসায় ঢুকতে না দেওয়ার ঘটনাটি নিয়ে বুধবার গণমাধ্যমকর্মীরা প্রশ্ন রাখেন মেয়রের কাছে। তখন তিনি এই বিষয়টি জানান। বলেন, ‘আমি কালকেও ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকেও ফোনে কথা বলার চেষ্টা করছি। উনাকে পাচ্ছি না।’
ডেঙ্গু রোগের বাহক এডিস ইজিপ্টি মশা নির্মূলে ঢাকা উত্তরের ‘চিরুনি অভিযান’এর তৃতীয় দিন মঙ্গলবার বারিধারার পার্ক রোড এলাকায় যান মশক নিয়ন্ত্রণ কর্মীরা। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে গিয়েও তারা ঢুকতে পারেননি। মন্ত্রী বাড়িতে না থাকায় তাদের ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
পরদিন গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান মেয়র আতিকুল। আর এ সময় তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা। তিনি বলেন, ‘মশক নিধন কার্যক্রমে আমরা আশা করব সবাই আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। কিন্তু গতকাল স্বাস্থ্যমন্ত্রীর বাসায় মশক নিধন টিমের ঢুকতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক।’
‘আমি উনাকে (মন্ত্রী) এটাই বলব, আমরা সকলের সহযোগিতা চাই। আমরা তো কাউকে ফাইন করছি না। আমরা বাসাবাড়িতে গিয়ে সবাইকে সহায়তা করছি।’
মিরপুরের সংসদ সদস্য আসলামুল হক আসলাম এ সময় মেয়রের পাশে দাঁড়িয়েছিলেন। তার কাছ থেকে সহযোগিতা পাওয়া গেছে জানিয়ে মেয়র বলেন, ‘সংসদ সদস্য পর্যন্ত দাঁড়িয়ে আছেন। উনি বলেছেন, উনার এলাকায় আসলে উনি চা খাওয়াবেন, সহযোগিতা করবেন।’
মন্ত্রীর বাড়িতে আবারও সিটি করপোরেশন যাবে বলেও জানান মেয়র। বলেন, ‘আমরা কালকে গিয়েছিলামৃআমাদের অভিযান কিন্তু চলবে।…এখানে লুকানোর কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সকলের সচেতনতার জন্য।’