বর্ষার ঔরসে

39

সাহিদা সাম্য লীনা

পিছ ঢালা পথে বৃষ্টির ফোঁটা যখন পড়ে
অঙ্গার হয় তারও দেহ!
যদি না বুঝে কবি
কদম-কেয়া ফুটে বর্ষার অভিসারে
ভালোবাসার ফসল৷
মানব হৃদয় কদম-কেয়াকে স্নেহে বাঁধে
অর্ঘ্য প্রেম কোন কপোতীর হাতে
বর্ষা যৌবন ক্ষুধা নিয়ে
এখান ওখান হতে ছোটে ৷
প্রকৃতির অনাবিল স্নিগ্ধতা মোহে,
কী অপরুপ! স্পর্শ বর্ষা তোমার প্রেমে৷
বর্ষা এলেই বুঝি প্রথম কদম ফোটে৷
নয় মাসের পোয়াতি প্রকৃতি
ঠিক বর্ষণ মুখরে প্রসব ঘটে৷