মিজানুর রহমান মিজান
প্রাণ বন্ধুয়ার বিরহে, আছি প্রাণহীন দেহে
লোকে বলে ডাকি, এক নির্লজ্জ পাখি।
আর কিছু না চাই, বন্ধুয়ারে যদি পাই
মনরে বুঝাইয়া রাখি, আশায় আশায় থাকি।
অন্তর পোড়ে কালা, কেমনে থাকি ভালা
প্রাণ বন্ধুয়ারে দেখি, জীবন যদি যায় সখি।
দেখা দেয় না কথা কয় না, এ বিরহ মন মানে না
বলুক আমায় কলংকি, দেখা পেলে হতাম সুখী।
বিরহের কি জ্বালা, বুঝে না চিকন কালা
আমি তার এক পাগেলা, দিনে অন্ধকার দেখি।