কৌশিক সূত্রধর
ফিরে এলো আগষ্ট আবার
শোকের বার্তা নিয়ে।
বিষাদময়ে কাটবে এই মাস
শোকের আভাস পেয়ে।
নিদারুণ শোকে কাটবে আগষ্ট
মুজিব তোমার স্বরণে।
শোকের নদীতে ভাসবে বাংলা
তোমার বিদায় কারণে।
স্বাধীন দেশে স্বাধীন হওয়ার
সুখ সহেনি কপালে।
স্বাধীন বাংলার বীর বাঙালী
হারালো তোমায় অকালে।
শোকের মাঝে খুঁজি আজও
তোমার স্মৃতির চেতনা।
অন্যার অবিচার নির্মুল করার
তুমিই নিরন্তর প্রেরণা।