দক্ষিণ সুনামগঞ্জে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা

36

দক্ষিণ সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনা মহামারি থেকে রক্ষা পেতে মুখে মাস্ক না পরায় ১৩ ব্যক্তিকে মোট ২হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও সঠিক মূল্যে পণ্য বিক্রি না করায় ১টি মুদির দোকানকে আরও ১ হাজার টাকা জরিমানা করেছেন তারা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা রায়।
এ সময় পাগলা বাজার পরিচালনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জামিউল ইসলাম তুরান ও দক্ষিণ সুনামগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) বাবুল হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
এ ব্যপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুনন্দা রায় বলেন, সামনে শীত আসছে। করোনা ভাইরাসের প্রকোপ ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। মানুষকে সচেতন করতে আমাদের এ অভিযান।
মাস্ক না পরায় আমরা প্রথম অবস্থায় ১৩ জনকে ও সঠিক মূল্য তালিকা না থাকায় ১টি মুদির দোকানকে মোট ৩হাজার ৭শ টাকা জরিমানা করেছি। মানুষকে সচেতন করতে ডিসি স্যার ও ইউএনও স্যারের দিকনির্দেশনায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।