সিলেট চেম্বারের ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা

27

গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার এর ২০১৭ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ।
সভায় সিলেট চেম্বারের ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন ও ২০১৬-২০১৭ অর্থবছরের অডিট রিপোর্ট অনুমোদিত হয়। সভায় সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী ২০১৭-২০১৯ সাল মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভায় বক্তাগণ ফুটপাত দখলমুক্তকরণ, যানজট নিরসন, চেম্বারের সাব কমিটিসমূহকে শক্তিশালীকরণ, সার্কভুক্ত দেশসমূহের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ব্যবসায়ীদের জন্য ভিসা প্রাপ্তি সহজীকরণ, চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত রাস্তাকে দ্বি-মুখী যাতায়াতের জন্য উন্মুক্তকরণ সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সদস্যবৃন্দের প্রস্তাবের প্রেক্ষিতে প্রাথমিকভাবে চৌহাট্টা থেকে জিন্দাবাজার পর্যন্ত রাস্তাকে ফুটপাত দখলমুক্ত করে মডেল হিসেবে গড়ে তোলা এবং পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলোকেও দখলমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সদস্যগণ বর্তমান কমিটির ৬ মাস মেয়াদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সভাপতির ২ বছর মেয়াদকালে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাওয়ার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, নিয়াজ মোঃ আজিজুল করিম, সালাউদ্দিন চৌধুরী, কামাল আহমদ, হুমায়ুন কবির সুহিন, আব্দুর রহমান রিপন, সাহাদত করিম চৌধুরী, জাফর উদ্দিন চৌধুরী, সামিয়া বেগম চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, হাজী আতাউর রহমান, মোঃ কিবরিয়া চৌধুরী, সাহেদুর রহমান, আবুল কালাম, খোরশেদ আলম ও মাওলানা খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, পিন্টু চক্রবর্তী, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মোঃ আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, আলহাজ্ব মোঃ আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি