ফেরদৌসী খানম রীনা
যখন বাংলার মানুষ ছিল হতশা-দূর্দশায় জর্জরিত,
তখন তোমার আগমনে বাংলা হলো মুখরিত।
তুমি নিজেকে বিলিয়ে দিয়েছিলে বাংলার মাঝে,
রেখেছ সদা প্রস্তুত বাংলার সকল কাজে।
তোমার চিন্তা-চেতনায় ছিল বাঙালি,
তোমার জন্য আজও বাংলার মানুষ কাঙ্গালি।
নিজের জীবন বিপন্ন জেনেও থেকেছ সবার পাশে,
তোমার মতো এমন কেউ কি আছে!
বাংলার মানুষের সুখে- দুঃখে তুমি ছিলে কাছে,
তোমার কথা মনে পড়লে দু’চোখে জল আসে।
হে বঙ্গবন্ধু, তুমি মহান,
তুমি বাংলার মানুষের জন্য দিয়েছিলে প্রাণ।
তোমার শূন্যতা পূর্ণ হবার নয়,
একথা বাংলার সকল মানুষের মুখে রয়।
হে মহান নেতা তোমার একনিষ্ঠ প্রচেষ্টাও বিচক্ষনতায়,
বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নাম লেখা হলো সফলতায়।
কবিতা বা গল্প লিখে তোমার কথা শেষ হবে না,
তুমি বাংলার সকল মানুষের আরাধনা।
বারংবার তুমি গিয়েছিলে জেলে এই বাংলার মানুষের জন্য,
তোমায় পেয়ে এই বাংলার মানুষ ধন্য।
তোমার তুলনা শুধু তুমিই,
এ কথা জানে সকল বাঙালি।
ভালোবেসে বাংলার মানুষের জন্য জীবন দিলে
তাই তো তোমাকে বাংলার মানুষ বঙ্গবন্ধু বলে।
তুমি প্রতিবাদী কণ্ঠে বলেছিলে,
আর কারো বুকে একটি গুলিও যেন না চলে।
পরাধীন জাতিকে এনে দিলে স্বাধীনতা,
বিমুগ্ধ ছিল তোমার মহানুভবতা।
হে বঙ্গবন্ধু, তোমাকে করবে স্মরণ সারাজীবন এ বাঙালি জাতি,
জান্নাতুল ফেরদৌস নসীব হয় যেন করি এই মিনতি।..