কাজিরবাজার ডেস্ক :
দুর্নীতি দমন কমিশনে (দুদক) ১৪৪ জনকে উপ-সহকারী পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুদক সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক আদেশ তাদেরকে নিয়োগ দেওয়া হয়। দুদকের জনসংযোগ দপ্তরসূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের শুক্রবার (২২ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়, উপ-সহকারী পরিচালক পদে যোগদানকারী নবনিযুক্ত কর্মকর্তাদের বিয়াম ফাউন্ডেশনে আগামী ২২-২৬ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী (অনাবাসিক) ওরিয়েন্টেশন কোর্সে অংশ নিতে হবে।
এর আগে ২০১৯ সালে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দুদক। এরপর লিখিত পরীক্ষায় সহকারী পরিচালকের ১৩২টি শূন্যপদে ৯৩ হাজার ২১৬ জন প্রার্থী অংশ নেন। এরমধ্যে দুই হাজার ৪৮২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। অন্যদিকে উপ-সহকারী পরিচালক পদে ৮২২ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।