স্টাফ রিপোর্টার :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ৩ দিনের সফরে কাল শনিবার সিলেট আসছেন। বিকেল ৩ টায় বিমান যোগে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন মন্ত্রী। ওইদিন সিলেট সার্কিট হাউসে রাত্রী যাপন করবেন তিনি। ২০ জুন রবিবার মুজিব শতবর্ষ উপলক্ষে গোয়াইনঘাটে গৃহহীন মাঝে জমির দলিল হস্তান্তর ও ঘর প্রদান অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাসভবন, উপজেলা আনসার ভিডিপি ব্যারাক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন অফিস ভবন, আমার বাড়ি আমার খামারের উপজেলা কার্যালয়ের ঊর্ধ্বেমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। চা-শ্রমিকদের জীবনমান কর্মসূচির আওতায় এককালীন অনুদান, অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবেন। গোয়াইনঘাটস্থ ইমরান আহমদ বালিকা বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। ওইদিন কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজে উপস্থিতি হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক বাস্তবায়িত মুজিব কেল্লা ও জেলা পরিষদ কতৃক বাস্তবায়িত ভবন পরিদর্শন ও প্রাতিষ্ঠানিক বৃক্ষরোণ কার্যক্রমের উদ্বোধন করবেন। ২১ জুন সোমবার সকলে জৈন্তাপুর উপজেলা পরিষদের উপস্থিত হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন করবেন। উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়ে) প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন তিনি। জৈন্তাপুর উপজেলা পরিষদে মিলনায়তনে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন অনুদান ও শতভাগ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ইমরান আহমদ ডিগ্রি কলেজে প্রাতিষ্ঠানিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।