শেখ মুজিব

25

সামিমা বেগম

অর্ণব থেকে অনেক গভীর শেখ মুজিবের অন্তরটা,
ছোট্ট থেকে রপ্ত করেন ভালোবাসার মন্তরটা।
বস্ত্রহীনে গায়ের জামা বিলিয়ে পেতেন সুখাসন,
মাথার ছাতা দান করে তাঁর থাকতো না আর দুখাসন।
কামার-কুমার, জেলে-মজুর পরম বন্ধু ছিলো তাঁর,
অন্যের গোলা পূরণ করে শূন্য গোলায় খুশি যার।
ময়না-শালিক, টিয়াপাখি ঘুরতে পারে নির্ভয়ে,
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান থাকতে পারে অভয়ে।
আপন সুখের চিন্তা করে সুখ -সাগরে দেয়নি ডুব,
দেশমাতা ও জাতির কথা পিতার মতন ভাবতেন খুব।
একই মঞ্চে বাঙালিদের স্বাধীনতার ডাক দিলেন
অস্ত্রবিহীন দেশের মানুষ যুদ্ধজয়ে যোগ দিলেন।
মুক্তমনের মানুষগুলো পৃথিবীতে হয় মহান,
তেমনি ছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।