বর্ষাকাল

11

শাফায়েত হোসেন

আষাঢ়- শ্রাবণ জলে মেখে,
ভুবন মাঝে বৃষ্টি দেখে,
মাঝি উড়ায় পাল,
টাপুরটুপুর বৃষ্টি ভেতর
হাসে খুকির গাল।

বৃষ্টির ফোটা কদম ফুলে,
হাসনাহেনা টগর দুলে,
পাপড়ি মেলে জলে,
পানকৌড়িরা উড়ে আসে
হাওড়- নদীর জলে।

অনুভবের নীল আকাশে,
সবুজ বনের বিলের ঘাসে,
ছন্দমাখা বৃষ্টি,
মেঘের ভেতর রোদের হাসি
কাড়ে আমার দৃষ্টি।

গাঁয়ের বধূ কলসি কাঁখে,
শিকারি যায় নদীর বাঁকে
ধরতে নানান মাছ,
কালো মেঘে ঢাকা পড়ে
সবুজ -শ্যামল গাছ।