জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে নদ-নদী ও হাওরে পানি বেড়েই চলেছে। প্রতিদিন আশঙ্কাজনক ভাবে বাড়ছে পানি। কয়েক দিন ধরে জগন্নাথপুরে থেমে থেমে চলছে বৃষ্টিপাত। বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে উপজেলার সকল নদ-নদী ও হাওরে পানি বেড়েই চলেছে। ৫ জুন শুক্রবার পর্যন্ত উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলের বাড়িঘর পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট। যদিও বিপদজনক হয়নি। তবে আরো কয়েক ফুট পানি বাড়লে ছাড়িয়ে যাবে বিপদসীমা। সৃষ্টি হবে অকাল বন্যা। এমন আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েছেন মানুষ।