আইনীভাবে বলা হয়েছে একটি শিশুও বাদ যাবে না – আসলাম উদ্দিন

30

শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন বলেছেন, আইনীভাবে বলা হয়েছে একটি শিশুও বাদ যাবে না। আর এটি যদি বাস্তবায়িত হয় করতে চাই, তাহলে সরকারি ও বেসরকারি সংস্থাকে অঙ্গাঅঙ্গিভাবে কাজ করতে হবে। বর্তমানে ১০ থেকে ১৬ শতাংশ মানুষ কোন না কোনভাবে প্রতিবন্ধী আছে। অনেকেই তা বুঝতে পারছে আর অনেকেই বুঝতে পারছে না। এজন্য আমরা জেলা পর্যায়ে তিন বছরের কর্ম পরিকল্পনা করেছি। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে সিলেট নগরীর মিরাবাজারের বেসরকারি একটি হোটেলের হল রুমে সেন্টার ফর সার্ভিস এন্ড ইনফরমেশন অন ডিস্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে ডিস্ট্রিক্ট ল্যাভেল এডভোকেসি মিটিং অন চিল্ডেন প্রোটেকসন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসলাম উদ্দিন এ কথাগুলো বলেন। তিনি বলেন, সরকারি পর্যায়ে যারা কাজ করে ওরা মাঠ পর্যায়ে কাজ করতে পারে না কোন না কোন কারণে। কিন্তু বেসরকারি সংস্থাগুলো মাঠ পর্যায়ে কাজ করতে পারে। ওরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছতে পারে। আয়োজিত মুক্ত আলোচনা সভায় সি এস আই ডি এর প্রজেক্ট কডিন্টের মরিয়ম বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস রঞ্চন দাস ও সিএস আই ডি প্রগ্রাম অফিসার ইকতেকার আহমদ। বিজ্ঞপ্তি