গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধি করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বে দেশের প্রতিটি ইউনিয়নের গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র উদ্যোগে বালাগঞ্জে গ্রাম ডাক্তারদের রিফ্রেসার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল একথা বলেন। রবিবার ৪ এপ্রিল বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম শাহারিয়ার। সিলেট জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তহুর আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র কেন্দ্রীয় সমন্নয়কারী ও প্রশিক্ষক গ্রাম ডাক্তার, জোবায়ের মোহাম্মদ খান আজাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মহাদিস বখত চৌধুরী, সিলেট সদর উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র সভাপতি হুমায়ুন করিব, জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার সৈয়দ হাসান আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, প্রশিক্ষার্থী আব্দুল আলী, সানজিদা বেগম, বিপ্লব ঘোষস্বামী, প্রভাত রঞ্জন দাশ, আব্দুন শহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি