আশরাফ আলী চারু
ফটিক জলের জল পিপাসা
লাগছে বেজায় ভারী
জল পিপাসা জল পিপাসা
ডাক শুনিযে তার-ই।
ভেজায় গরম বিষ্টির অভাব
বুক শুকিয়ে কাঠ
আকাশ পানে চেয়ে আছে
চলছে চাওয়ার পাঠ।
ভুলেও যদি একফোটা জল
তার মুখেতে পড়ে
ভাবছে সেযে এ যাত্রা তার
প্রাণ ফিরিবে ধরে।